• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

দলের সাথে থাকছেন না হাথুরুসিংহে

  • ''
  • প্রকাশিত ২৭ মার্চ ২০২৪

বাংলাদেশের মাটিতে পূর্ণ তিন ফরম্যাটের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি আর ওয়ানডের পর বর্তমানে চলছে টেস্ট সিরিজ। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। তবে চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়া উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

জানা যায়, ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকতে পারছেন না হাথুরুসিংহে। তার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা জানিয়ে বুধবার (২৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। হাথুরুসিংহের জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করেছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, চট্টগ্রামে ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। হাথুরুসিংহের অনুপস্থিতিতে ওই সময় সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।’

বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হেরেছে শান্তর দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশ দলকে চট্টগ্রাম টেস্টে জিততে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads